۳۰ اردیبهشت ۱۴۰۳ |۱۱ ذیقعدهٔ ۱۴۴۵ | May 19, 2024
কুরআন ও আহলে বাইত (আ:)
কুরআন ও আহলে বাইত (আ:)

হাওজা / মজলিস-ই-ওয়াহদাত মুসলিমীন, আলীপুর জেলার (পাকিস্তান) উদ্যোগে কোরআন ও আহলে বাইত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, প্রবীণ ধর্মীয় আলেম সৈয়দ আলম হুসাইন শাহ মুসাভী, মজলিস-ই ওয়াহদাত মুসলিমীন দক্ষিণ পাঞ্জাবের মহাসচিব আল্লামা সৈয়দ ইক্তেদার হোসেন নাকভী,আলীপুর জেলা মহাসচিব সৈয়দ রিজওয়ান হায়দার কাজমী প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন ।

আল্লামা সৈয়দ ইক্তেদার হুসাই নাকভী তার বক্তব্যে বলেন, বর্তমানে পাকিস্তানে আহলে বাইত মাযহাবের উপর অত্যাচার অব্যাহত রয়েছে, আমাদের দেয়ালে ঠেকানোর চেষ্টা চলছে, যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের গণহত্যা।

পরিকল্পিতভাবে আমাদের মসজিদকে টার্গেট করে নিরীহ মুসল্লিদের শহীদ করা হচ্ছে এবং অভিন্ন শিক্ষাব্যবস্থার আড়ালে সাম্প্রদায়িকতার প্রচার করা হচ্ছে।

মাওলানা সৈয়দ আলম হুসাইন মুসাভী বলেন, কায়েদে ওয়াহদাত রাজা নাসির আব্বাস জাফরীর নির্দেশে আজ শুক্রবার সারাদেশ এই বিতর্কিত অভিন্ন জাতীয় পাঠ্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং আমরা এদেশে কুরআন ও আহলে বাইত ব্যবস্থা আনতে চাই।

পরিশেষে সৈয়দ রিজওয়ান হায়দার কাজমী সম্মেলনে উপস্থিত থাকার জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

تبصرہ ارسال

You are replying to: .